নিজস্ব প্রতিবেদক
-বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামে দুই বিচার পতির বাড়ি সংলগ্ন বাশাইল দারুল উলুম মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি মঙ্গলবার মাদ্রাসার সভাপতি এস এম আলী আহম্মদের সভাপতিত্বে মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার। মাদ্রাসার পরিচালক মৌঃ আঃ রহমানের সঞ্চালনায় মাদ্রাসার ছাত্রদের মাঝে শীত বস্ত্র ও বার্ষিক পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন অভিভাবক ও অভিভাবিকাবৃন্দ। উল্লেখ্য বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য বিশেষ উপহারের পাশাপাশি নূরানী বিভাগ, হিফজুল কুরআন ও নাজেরা বিভাগের মোট ,৭৪ জন উপস্থিত ছাত্র/ছাত্রীসহ মাদ্রাসার চারজন শিক্ষক ও মসজিদের ইমাম সাহেবকে কম্বল প্রদান করা হয়েছে।
Leave a Reply