নিজস্ব প্রতিবেদক
ভয়াবহ ভূমিকম্পে অর্ধ লক্ষ মানুষের প্রাণহানির রেশ কাটতে না কাটতে আবারও বড় ধরণের ভূমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক। দেশটির সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশটির হাতায় প্রদেশের ডেফন শহরে স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, তুরস্কের হাতায় প্রদেশে আঘাত হানা এ ভূমিকম্পের গভীরতা ছিল দুই কিলোমিটার। এটি আন্তক্যা ও আদানা শহরেও প্রবলভাবে অনুভূত হয়েছে। সংস্থাটি আরও জানায়, তুরস্ক ছাড়াও সোমবার রাতের ভূমিকম্প সিরিয়া, মিসর, জর্ডান ও লেবাননে অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
Leave a Reply