নিজস্ব প্রতিবেদক ॥
সারা দেশের মতো বরিশালেও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাইফুল ইসলাম, রেঞ্জ ডিআইজি এস এম আকতারুজ্জামান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টুরিস্ট পুলিশ, র্যাব-৮, সিআইডি বরিশাল, বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
Leave a Reply