নিজস্ব প্রতিবেদক॥
কোমলমতি শিশুদের নিয়ে কুরআন তেলওয়াত-হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের শাহ ছুফি মরহুম মাওলানা হাবিবুর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকীতে গুয়াবাড়ি ঐতিহাসিক মাহফিল উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আব্দুর রহিম হাওলাদার, দাদন আলী মিয়া, লোকমান হোসেন আকন, ইলিয়াস হোসেন, সালাউদ্দিন হাওলাদার, আব্দুল্লাহ আল মাহমুদ, সাইদুর রহমান, মাওলানা আনিচুর রহমানসহ অন্যান্যরা। শেষে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী অর্ধশত শিশুদের মাঝে পুরস্কার হিসেবে ধর্মীয় বই বিতরণ করা হয়।
Leave a Reply