নিজস্ব প্রতিবেদক।
বরিশালের হিজলা উপজেলায় জমি সংক্রান্ত বিরাধে ২ বোনকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। ২ই ফেব্রুয়ারী সকাল ১১ টার সময় উপজেলার মেমানিয়া ইউনিয়নের বারুইয়া গ্রামে মৃত রহমান কাজীর ২ মেয়ে কহিনুর (৪০) ওসাহিনুর বেগম(৩৫) কে গুরুতর মারপিট করে। এতে গুরুতর আহত সাহিনুর বেগম কে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত কহিনুর বেগম জানায় তার বাবা রহমান কাজীর রেখে যাওয়া জমি চাষ করে সয়াবিন রোপন করে গত সপ্তাহে। গতকাল তাদের জমিতে প্রতিপক্ষরা পাবে বলে একই ইউনিয়নের ইউপি সদস্য সামীম হাওলাদার, বাউশিয়া গ্রামের ইউনুস সরদার,চিড়াখোলা গ্রামের ছালাউদ্দিন চৌকিদার সহ প্রায় ২০ হতে ৩০ জনের মত দখল করতে আসে।তারা আমাদের রোপন করা সয়াবিনের মধ্যে ট্রাকটর দিয়ে নষ্ট করছে।তখন আমি ও আমার বোন বাধা দিলে আমাদের এলাপাতাড়ী মারপিট করে। এ ঘটনায় ইউপি সদস্য শামীম হাওলাদার জানায় তাকে সেখানে ইউনুস সরদার ফোন দিয়ে নিয়েছে।তিনি কহিনুর কিবা সাহিনুর কে মারপিট করেনি। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া জানায় এই সংবাদ পেয়ে তৎক্ষনিক সেখানে পুলিশ পাঠানো হয়েছে।ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply