নিজস্ব প্রতিবেদক :
‘নিরাপদ খাদ্য, সমৃদ্ধ জাতি স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ এ প্রতিপাদ্য নিয়ে বরিশালে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর বগুড়া রোডস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. নুরুল আমিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. নুরুল ইসলাম, সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জাকির হোসেন আজাদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সব খাবার নিরাপদ করতে হবে। নিরাপদ খাদ্য সবার অধিকার। অনিরাপদ খাদ্য গ্রহণে ক্যান্সার কিডনি রোগ, বিকলাঙ্গতাসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়। এজন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। সরকার সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ প্রণয়ন করেছে। সব খাদ্য নিরাপদ রাখতে সরকারের পাশাপাশি সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা। সভায় দুগ্ধ ও মাংস উৎপাদনকারী খামারী ও বেকারী ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply