1. admin@anusondhantv.com : admin :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন

ডিডি মামুন মাহামুদের বিরুদ্ধে কতৃপক্ষ নিচ্ছে না কোন পদক্ষেপ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ Time View

ডিডি মামুন মাহামুদের বিরুদ্ধে কতৃপক্ষ নিচ্ছে না কোন পদক্ষেপ
বিশেষ প্রতিনিধি: নানা অভিযোগে জর্জরিত থাকার পরেও ডিডি মামুন মাহামুদের বিরুদ্ধে কতৃপক্ষ নিচ্ছে না কোন পদক্ষেপ।
নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড়! বদলী হলেই কি সব দুর্নীতির দায় শেষ বলছে ভুক্তভোগীরা। এক মামুন মাহমুদের বিরুদ্ধে রয়েছে রাজধানীতে ৭টি জিডি সহ ছিল গ্রেপ্তারি পরোয়ানা তারপরও পেয়েছেন পদোন্নতি।
সিন্ডিকেট গঠন করে নিয়োগ, বদলি বাণিজ্য ছাড়াও নানাভাবে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সাবেক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ -পরিচালক ( প্রশাসন অর্থ ) মামুন মাহমুদের বিরুদ্ধে ।বর্তমানে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উপ -পরিচালক হিসাবে রয়েছে।টাকা দিয়ে চাকরি না পেয়ে দিশেহারা অনেকেই । টাকা চাইতে গিয়ে হত্যার হুমকি ও লাঞ্চিত হয়ে জিডি করতে বাধ্য হয়েছেন ভুক্তভোগীদের কেউ কেউ।

ভুক্তভোগীদের একজন শারমিন সুলতানা । নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহতাব মৃধার মেয়ে । শারমিন জানান, ২০১৬ সালের নভেম্বরে তাকে চাকুরি দেয়ার কথা বলে নগত ১৫ লাখ টাকা নেন মামুন মাহমুদ । সেই সুবাদে বিভিন্ন সময় পছন্দের জায়গায় নিয়ে গিয়ে যৌন হয়রানি করেন । তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রতিকার চেয়ে ২০১৬ সালে ৭ নভেম্বর এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। আরেকজন ভুক্তভোগী নাসির ফকির। শাহজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনিও । ডায়েরি নং- ১৩৮৯ তাং- ৩১/১২/২০১৫।

অভিযোগ করে নাসির ফকির জানান, তার ৩ বছর বয়সী পুত্রের মৃত্যু হয় । সেসময় তিনি শাহজাহানপুর রেলওয়ে কলোনীতে বসবাস করতেন । শিশু মৃত্যু ঘটনায় থানা পুলিশ ইউডি মামলা করে । শিশু মৃত্যুর জন্য মামুন মাহমুদকে দায়ি করা হলে প্রাণনাশের হুমকি দেন এবং শারীরিক নির্যাতন করেন । এঘটনায় মামুন মাহমুদসহ কয়েকজনের নামে থানায় জিডি করেন নাসির ফকির । ভুক্তভোগী এম মোর্শেদ জিডি করেছেন রমনা মডেল থানায় । ২০১৮ সালে দায়েরকৃত জিডি নং- ২১২৮ ।

এম মোর্শেদ নামে একজন মতিঝিল থানায় জিডি করেন । জিডিতে বিবাদী আব্দুস সালাম পরিচালক, ফরিদ উদ্দিন উপ – পরিচালকসহ মামুন মাহমদ, সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিকদারসহ ৯ জনের নামে দায়েরকৃত জিডি তদন্ত হয়েছে । নাজমা খাতুন পুষ্পিতা আরেক ভুক্তভোগী । তিনি মামুন মাহমুদের নামে রমনা থানায় জিডি করেছেন । জিডি নং- ১৩২৭ তাং- ১৮-৪-১৪। উচ্চ আদালতে জনস্বার্থে রিট পিটিশন নং- ৩৩৭২- ২০১৪ মামলা করেন আরো কয়েকজন ভুক্তভোগী।

বিবাদী করেন মামুন মাহমুদসহ কয়েকজনকে । এই মামলা প্রত্যাহার করার হুমকি দেয়ায় তিনি রমনা থানায় জিডিও করেন । জনৈক মোজাম্মেল হক ২০১২ সালে সূত্রাপুর থানায় তার নামে জিডি করেন । নং- ১৪১৬ । তাকে হয়রানি করতেন তিনি ও তার সিন্ডিকেট সদস্যরা । গুম করারও হুমকি দেন । তার কবল থেকে বাঁচতে জিডি করেন মোজাম্মেল হক । মামলা নং- ২০৪-১৬ প্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তৎপ্রেক্ষিতে বংশাল থানা ওসিকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন ঢাকার অতিরিক্ত বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট আদালত ।

ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতসহ একাধিক মামলাও রয়েছে তার নামে এমন কথা জানান আরও অনেকেই । এসব কর্মকান্ড নিয়ে জাতীয় দৈনিকে একাধিক সংবাদ প্রতিবেদন প্রকাশিত হয় । ব্যাপক প্রচার থাকার পরও তার ও তার সিন্ডেকেট সদস্যদের কোন ব্যবস্থা নেয়া হয়নি অদৃশ্য কারনে । দীর্ঘ ২৬ বছর ধরে ঢাকাতেই কর্মরত রয়েছেন তিনি।

মামলা ও একাদিক জিডি থাকার পরেও তার হয়েছে প্রমোশন । আবার টাকা দেয়ার পর চাকরি না হলেও ভুক্তভোগী ঘাপটি চুপটি মেরে বসে থাকতে হয় । প্রতিবাদ করলেই বিপদ । হামলা হুমকি আর হয়রানির শিকার হতে হয় । অনেক ভুক্তভোগী ভয়ে মুখ খুলতে নারাজ ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ ওয়াহিদুল ইসলাম জানান,স মামুন সাহেব সম্পর্কে তেমন কিছু আমি জানিনা। আমি নতুন যোগদান করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2020 TV2Channel
Theme By Bongshai IT