নিজস্ব প্রতিবেদক
তুরস্কে ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৬১ সদস্যের একটি উদ্ধারকারী দল ঢাকা ছেড়েছে। বুধবার রাতে প্রয়োজনীয় সংখ্যক তাঁবু, কম্বল ও ঔষধসহ বিমান বাহিনীর একটি সি-১৩০জে বিমানে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ভূমিকম্প পরবর্তী উদ্ধারকার্যে সহায়তার জন্য তুরস্ক সরকার কর্তৃক বাংলাদেশ সরকারের নিকট অনুরোধের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজীন্তেপ প্রদেশে উদ্ধারকার্য ও চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে আজ বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৬১ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল বিমান বাহিনীর সি-১৩০ বিমানযোগে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজর গ্রুপ (INSARAG) এর নীতিমালার আলোকে ২৪ জন সেনাসদস্য, বিমান বাহিনীর ১৪ জন ক্রু এবং ১২ জন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যের সমন্বয়ে ৩৬ সদস্যের আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ গমন করছে।এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিকেল টিম প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা সরঞ্জামাদিসহ জরুরি চিকিৎসাসেবা প্রদানের জন্য গমন করছে। বাংলাদেশ সরকারের এই উদ্যোগে তুর্কি সরকার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে বলেও উল্লেখ করা হয়। আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আবু হেনা আল মামুন অর রশিদ মিশন কমান্ডারের দায়িত্ব পালন করবেন। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সার্বিক নির্দেশনায় মিশনটি পরিচালিত হবে। সহায়তা প্রদান শেষে সি-১৩০জে পরিবহন বিমানটি ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।
Leave a Reply