1. admin@anusondhantv.com : admin :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০১ পূর্বাহ্ন

নারী শিক্ষা ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী বিশ্বের রোল মডেল: জ্যাকব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক ॥

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, নারী শিক্ষা ও ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের রোল মডেল। বুধবার ভোলার চরফ্যাসন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্যাকব বলেন, স্বাধীনতার পর দেশের বিশাল জনসংখ্যাকে শক্তিতে পরিণত করার গুরুত্ব অনুধাবন করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দক্ষ জনশক্তি তৈরির জন্য শিক্ষার বিকল্প নেই। এ বাস্তবতাকে গুরুত্ব দিয়ে শত প্রতিকূলতার মধ্যেও বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণে করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, জাতির পিতার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করেন। প্রাথমিকের শিশুদের জন্য বিনামূল্যে বই, দুপুরের খাবার, শিক্ষাবৃত্তিসহ নানান সুবিধা নিশ্চিত করেছেন, যার ধারাবাহিকায় শিক্ষকদের জীবনমানের উন্নয়নের পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তুরের প্রতিষ্ঠান জাতীয়করণসহ নারী শিক্ষার প্রসারে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন, যা সারা বিশ্বে রোল মডেল হয়ে আছে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা শিক্ষা অফিসার অহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র এম মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্রসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2020 TV2Channel
Theme By Bongshai IT