1. admin@anusondhantv.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন

পটুয়াখালীতে আধু‌নিক কে‌ন্দ্রীয় শহীদ মিনা‌রের ভি‌ত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালী পৌরসভা কর্তৃক নতুন আধু‌নিক মডেলের ‌কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কা‌জের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (২ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার সময় শেখ রাসেল শিশুপার্কের প‌শ্চিমপাশে ভিত্তিপ্রস্তরর স্থাপন করেন পটুয়াখালী জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা কাজী আলমগীর ও পৌরসভার মেয়র ম‌হিউ‌দ্দিন আহমেদ। এরপর সং‌ক্ষিপ্ত আলোচনা ও দোয়া মোনাজাত অনু‌ণ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপ‌তি কাজী আলমগীর হোসেন বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। এই সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালী পৌরসভাসহ গোটা জেলায় ব‌্যপক উন্নয়ন হয়েছে। সেই উন্নয়‌নের ধারাবা‌হিকতায় আজ‌কে এখা‌নে আধু‌নিক মডেলের শহীদ মিনার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। আশা ক‌রি সং‌শ্লিষ্টরা আগামী ২১‌ ফেব্রুয়ারীর আগেই এই কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ করতে সক্ষম হবে। তাহলে ২১‌ ফেব্রুয়ারী আমরা সবাই মিলে সুন্দর ও স্বাচ্ছন্দভাবে পালন করতে পারবো। এ সময় মেয়র ম‌হিউ‌দ্দিন জানান, ৪‌ কো‌টি টাকা ব‌্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন হলে গোটা পৌর এলাকা অন‌্যরকম সুন্দর হ‌বে। এখানে আধুনিক মডেলের শহীদ মিনার, মুক্তমঞ্চ ও পুকুর সৌন্দর্য বর্ধন হলে এ‌টি হবে বাংলাদেশের মধ্যে অন‌্যতম এক‌টি আধু‌নিক শহর। এখানে ফোরলেন হয়েছে, ফোরলেনের পাশেই এই বিশাল খোলা জায়গা‌টিতে আধু‌নিক পদ্ধ‌তিতে গাড়ী পা‌র্কিংয়ের ব‌্যবস্থা থাকবে, সাধারণ মানুষ এক পাশ দিয়ে হেটে শহীদ মিনারে ফুল দিয়ে অন‌্য পাশ দিয়ে চলে যাবে। কোন জটলা থাকবেনা। পুকুরের দ‌ক্ষিণ পাশে থাকবে মুক্তমঞ্চ সেখা‌নে বি‌ভিন্ন সাংস্কৃ‌তিক সংগঠন সাংস্কৃ‌তিক অনুষ্ঠান করতে পারবে। তি‌নি জানান, আগামী ২১‌ ফেব্রুয়ারী আশা ক‌রি আমরা এখা‌নে পালন করতে পারবো। সং‌শ্লিষ্ট ঠিকাদারকে খুব দ্রুত সময়ের ম‌ধ্যে শহীদ মিনার নির্মাণ কাজ শেষ করতে তা‌গিদ দেন।পৌরসভার নির্বা‌হি প্রকৌশলী জ‌সিম উ‌দ্দিন আরজু জানান, মাষ্টার প্লান হালনাগাত করণসহ পটুয়াখালী পৌরসভার অবকাঠা‌মো উন্নয়ন প্রকল্পের আওতায় ৪‌ কো‌টি টাকা ব‌্যয়ে নতুন শহীদ মিনার, মুক্তমঞ্চ ও পুকুরের সৌন্দর্যবর্ধন (ফ‌রেষ্ট ক‌লোনীর পাশে) করা হ‌বে। তি‌নি আরও জানান, কুয়াকাটাকে কেন্দ্র ক‌রে দেশ‌-বিদেশ থেকে আগত পর্যটকরা যেন পটুয়াখালী শহরে প্রবেশ করলেই পর্যটন কেন্দ্রের একটা আভাস উপল‌ব্দি করতে পারে সেই ল‌ক্ষ্যেই আমরা মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে কাজ চা‌লিয়ে যা‌চ্ছি। ভিত্তিপ্রস্তর স্থাপনকা‌লে অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছিলেন জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক বীর মু‌ক্তি‌যোদ্ধা ভি‌পি আঃ মান্নান, সদর থানা আওয়ামীলী‌গের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া, প্রেসক্লাবের সভাপ‌তি স্বপন ব‌্যানা‌র্জি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকা‌রিয়া হৃদয়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ‌মিনুল হক মামুন, উক্ত প্রক‌ল্পের ঠিকাদার মোস্তা‌ফিজুর রহমান বা‌প্পি এবং ৭নং ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর খন্দকার দেলোয়ার হোসেনসহ পৌরসভার অন‌্যান‌্য কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2020 TV2Channel
Theme By Bongshai IT