নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালী জেলার গলাচিপা ও দশমিনা উপজেলার এসএসসি ও এসএসসি দাখিল ২০২৩ সালের ৬ হাজার ৪৩৩ জন পরীক্ষার্থীর প্রস্তুতিমূলক পরীক্ষা নিয়েছেন ইউএনও মহিউদ্দিন আল হেলাল। শনিবার(১১ ফেব্রুয়ারী) দুই উপজেলার স্কিল ল্যাবের উদ্যোগে ইংরেজি ও গনিত বিষয়ে প্রযুক্ত ভয়-ভীতিকে দূর করতে ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিন ঘন্টাব্যপী এ পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয় যা শেষ হয় দুপুর ১টায়। পরীক্ষার্থীরা গলাচিপা উপজেলার ১৪টি কেন্দ্রে এবং দশমিনা উপজেলার ৭টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে প্রস্ততিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করে। বোর্ড কর্তৃক প্রদত্ত সর্ট সিলেবাসের আদলে এবং আগে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেছেন এমন সরকারী কর্মকর্তাদের দ্বারা প্রশ্ন তৈরি করা হয়৷ এর আগে গত ১৬ এপ্রিল ২০২২ তা এ বিষয়ে জানতে চাইলে গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা বলেন, গলাচিপা উপজেলার এই প্রথমবার এরকম একটি অভূতপূর্ব উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের এখানে যে পরিমাণ শিক্ষার্থীদের উপস্থিতি লক্ষ করেছি সেটা অনেক সময় বোর্ড পরীক্ষায়ও দেখা যায় না। আমরা দেখেছি শিক্ষার্থীরা অনেকটা উৎসবের সাথে অংশগ্রহণ করেছে। সবশেষ তিনি মিডিয়াকর্মী ও পরীক্ষার সহযোগী সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণকে ধন্যবাদ জানানইউএনও মহিউদ্দিন আল হেলাল জানান, গত ২৭ ফেব্রুয়ারী দশমিনা উপজেলায় যুক্ত হওয়ার পর দেখতে পাই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ২২’সালের এসএসসি পরীক্ষার্থীরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের শিক্ষার প্রতি আগ্রহী করতে আমরা তাদের এসএসসি পরীক্ষার আগে একটি প্রস্তুতিমূলোক পরীক্ষা নেই যেটি দেশব্যাপী ব্যপকভাবে সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় দশমিনা ও গলাচিপা উপজেলার শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষা কর্মকর্তাদের অনুরোধে স্কিল ল্যাব এর সহযোগিতায় আমরা এবারে দুইটি উপজেলার এসএসসি ও এসএসসি দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা গ্রহনে সক্ষম হয়েছি। সর্বশেষ তথ্য মতে আমাদের লক্ষ্য অনুযায়ী মোট ৯৫ ভাগ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রিখে দশমিনা উপজেলায় প্রথমবারের অনুষ্ঠিত হয় এসএসসি ও এসএসসি দাখিল পরীক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরীক্ষা।
Leave a Reply