1. admin@anusondhantv.com : admin :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ন

পণ্যের দাম কিছুটা বাড়বে

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২০৩ Time View

অনলাইন ডেস্ক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন ও পণ্যের দাম কিছুটা বাড়বে। সরকার বহু লোকসান দিয়ে শিল্প-কারখানায় গ্যাস দিয়েছে। দীর্ঘদিন ভর্তুকি দিয়ে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভর্তুকির টাকা তো জনগণের ট্যাক্সের টাকা। তাই এবার সেই ভর্তুকি তুলে নেওয়ায় গ্যাসের দাম বেড়েছে। তারপরও সব বিষয় মাথায় রেখে আলোচনা চলছে। দাম কমানোর কোনো উপায় রয়েছে কি না সেদিকে দেখা হচ্ছে। আশা করি সমাধান আসবে। বিশ্বের বর্তমান অবস্থা অনুযায়ী আমরা ভালো আছি। রবিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্ডেন কর্নারে আয়োজিত শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি তিনি বলেন,পবিত্র মাহে রমজানে জোরদার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে থাকবে। বাজারে সরবরাহ ঠিক থাকবে যদি ভোক্তারা রমজান শুরুর আগেই বাজারে হুমড়ি না খায়। তখন চাপও পড়বে না। অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে। বাজার স্থিতিশীল রাখতে রমজান মাসের আগেই বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, অস্বচ্ছল পরিবারের জন্য রমজানে দুইবার টিসিবির পণ্য দেওয়া হবে। যাতে মানুষের কোনো সমস্যা না হয়। একবার রমজানের শুরু হওয়ার আগে এবং একবার রমজানের মাঝামাঝি সময়ে। টিসিবির পণ্য কার্ডধারী উপকারভোগীরা পাবেন। কার্ড কিংবা পণ্য বিতরণে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি’র আয়োজনে রংপুর ক্রিকেট গার্ডেন সংলগ্ন মাঠে রংপুর অঞ্চলের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের পণ্যের মানোন্নয়ন ও বহুমুখীকরণসহ পণ্যের উৎপাদন, বিকাশ, পণ্যের প্রদর্শন, পরিচিতি ও প্রসার এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে পারস্পারিক সু-সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে বিভাগীয় শহর রংপুরে মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এ শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। রংপুর চেম্বার সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মো. আবু মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. মো. দেলোয়ার হোসেন, রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মো. আবুল কাশেম ও বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. মো. আনোয়ারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও চেম্বার সভাপতি মেলার প্রধান ফটকে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন। উল্লেখ্য, মেলায় বিভিন্ন পণ্যের ১৯৬টি স্টলের পাশাপাশি মেলায় আগত দর্শনার্থীদের জন্য চিত্ত বিনোদনেরও ব্যবস্থা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2020 TV2Channel
Theme By Bongshai IT