1. admin@anusondhantv.com : admin :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন

পুলিশের সহায়তায় সন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন নারী

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ১৮৪ Time View

নিজস্ব প্রতিবেদক

হঠাৎ-ই প্রসব বেদনা ওঠে রাস্তায় পড়ে থাকা অসহায় এক মানসিক ভারসাম্যহীন নারীর। স্থানীয়রা জরুরিসেবা নম্বর ৯৯৯ -এ কল দিলে পুলিশ এসে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায় ওই নারীকে। এরপর সেখানে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন অসহায় ওই নারী। স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ঝিলিম ইউনিয়নের আমনুরা বাজারের মুদি দোকানের সামনে ওই নারীর প্রসব বেদনা ওঠে। ৯৯৯ -এ কল দিয়ে জানালে অন্তঃসত্ত্বাকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। একই তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আলমগীর হোসেন। তিনি বলেন, ৯৯৯ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মানসিক ভারসাম্যহীন ওই নারীর প্রসব বেদনায় ছটফট করছেন। তড়িঘড়ি করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। ওই নারী কন্যাসন্তান জন্ম দিয়েছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মা-মেয়ে দুজনই সুস্থ আছে। বুধবার সকালে হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের শয্যায় উসকোখুসকো এক নারী শুয়ে আছেন। তার পাশে আছে ফুটফুটে নবজাতক। হাসপাতালের অন্যান্য রোগী ও স্বজনেরা বলছেন, নবজাতক বেশ সুন্দর। আফসোস বাবার আদর পাচ্ছে না শিশুটি। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশ উদ্ধার ওই নারীর সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2020 TV2Channel
Theme By Bongshai IT