নিজস্ব প্রতিবেদক, বরিশাল
কুড়িগ্রামের রাজীবপুরে ভুট্টার পাতা দেওয়া কথা বলে ডেকে নিয়ে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৪ মার্চ) সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়। শুক্রবার নির্যাতিত শিশুটির দাদি বাদি হয়ে রাজীবপুর থানায় একটি মামলা করলে ওইদিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বুধবার বিকেলে উপজেলার কোদালকাটি ইউনিয়নের তাহের মেম্বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত কাজিমুদ্দিন (৫২) উপজেলার কোদালকাটি ইউনিয়নের তাহের মেম্বার পাড়া গ্রামের মেছের উদ্দিনের ছেলে। নির্যাতিত শিশুর দাদি বলেন, তাদের বসতবাড়ির পাশে আবাদি জমি রয়েছে কাজিমুদ্দিনের। বুধবার বিকেলে ছাগলের জন্য ভুট্টা গাছের পাতা দেওয়ার কথা বলে ডেকে নেয় শিশুটিকে। এসময় ভুট্টা ক্ষেতে একটি সেচ পাম্পের পানি পড়ার গর্তে নিয়ে গিয়ে ধর্ষণ করে কাজিমুদ্দিন। ওইদিন রাতে শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে ঘটনাটি খুলে বলে পরিবারকে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি আরও জানান, নাতনী ভয়ে এখন বাড়ির বাইরে বের হতে চায় না। স্কুলেও যেতে চাচ্ছে না। রাজীবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে কাজিমুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply