নিজস্ব প্রতিবেদক ॥
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও বিভাগীয় গণগ্রন্থাগারের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘরাই। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি প্রফেসর শাহ সাজেদা, বরিশাল সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর কোহিনুর বেগম, এ বি এম খোরশেদ আলম, উম্মে ফারজানা, কাজী মকবুল হোসেন। মো: গোলাম কাদের তনু’র সঞ্চালনায় দিবসের তাৎপর্য ও প্রতিপাদ্য নিয়ে আলোচনা করেন বরিশাল বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার’র উপপরিচালক ড. মো: আহছান উল্যাহ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার ৪৫জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply