নিজস্ব প্রতিবেদক ॥
পাঁচ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। বুধবার দুপুরে নগরীর বান্দরোডস্থ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঞা এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার মিরপুর এলাকার মৃত দুদু সরকারের ছেলে শিমুল সরকার (৩০) এবং মুন্সীগঞ্জ জেলার বালাসুর পূর্ব বাগাঙ্গা এলাকার আলী আকবর তালুকদারের ছেলে আফজাল হোসেন (৩৮)। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল এয়ারপোর্ট থানাধীন উত্তর রহমতপুর ব্রীজের উত্তর পাশে অভিযান চালিয়ে একটি সাদা রংয়ের প্রাইভেটকারসহ ওই দুইজনকে গ্রেফতার করে। এসময় প্রাইভেটকার তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় রক্ষিত অবস্থায় পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply