নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসে যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটির ভেতরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসের বক্সে রাখা যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চরসংলগ্ন মোল্লার বাজারে এ ঘটনা ঘটে।শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে বরিশাল এক্সপ্রেস নামের একটি বাস পাঁচ্চরসংলগ্ন মোল্লার বাজারে এসে পৌছায়। এ সময় চাকা পাঞ্চার হলে বাস থামিয়ে যাত্রীদের নামানো হয়। এরপরই হঠাৎ করে বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। শিবচর হাইওয়ে থানায় উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী জানান, সকাল ১০টার দিকে পটুয়াখালীর পাথরঘাটা থেকে বরিশাল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। বাসটি ওই স্থানে আসলে হঠাৎ বাসের পেছনের দিকে বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। পরে আমরা ও ফায়ার সার্ভিস যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিনে ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।’
Leave a Reply