বাকেরগঞ্জ প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গা পাশা ইউনিয়নে বিভিন্ন নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ স্বীকার করায় ২০ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২ মে মঙ্গলবার সকাল ৬ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে উপজেলার তেতুলিয়া ও পান্ডব নদীতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় । পরবর্তীতে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল মোবাইল কোর্টের মাধ্যমে ২০ জনকে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এবং পূনরায় কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করবেনা মর্মে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত ১৫-২০ কেজি ঝাটকা ও ইলিশ স্থানীয় এতিমখানায় ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলার মৎস্যু কর্মকর্তা নাসির উদ্দিন জানান বাকেলগঞ্জ কোন নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে, আমরা কারেন্ট জাল ও ঝাটকা ইলিশের ব্যাপারে কাউকে বিন্দুমাত্র ছাড় দেবো না ।
Leave a Reply