নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের লেম্বুর বন থেকে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে সূর্যাস্ত পয়েন্টে ঝাউ গাছের সঙ্গে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মৃত বেল্লাল মানিকগঞ্জ সদর উপজেলার পান্নু মিয়ার ছেলে। পুলিশ জানায়, বেল্লাল মিয়া প্রায় তিন মাস আগে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায়। গতকাল সন্ধ্যায় স্থানীয়রা লেম্বুর বন এলাকায় পঁচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে জানালে তারা সেখানে গিয়ে বনের গহীন থেকে বেল্লালের লাশ উদ্ধার করে। এ সময় তার পকেটে একটি মোবাইল ও আইডি কার্ড পাওয়া যায়।
Leave a Reply