নিজস্ব প্রতিবেদক ॥
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত করতে ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার শতবর্ষী বিদ্যাপিঠ মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে বঙ্গবন্ধু, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সহ বিভিন্ন মনীষীদের লেখা বই পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে সকালে প্রতিযোগিতার উদ্বোধণ করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। স্বাগত বক্তব্য রাখেন প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরণ করা হয়।
Leave a Reply