নিজস্ব প্রতিবেদক
ভোলার তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেছেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে গ্রাম- গঞ্জের সাধারণ মানুষের দৌরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেয়া হচ্ছে। যার মাধ্যমে পারিবারিক ও সামাজিক ছোট-খাটো সমস্যা সমাধান করা সম্ভব। বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদে ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় এ কথা বলেন তিনি এছাড়াও ওসি মুরাদ মাদক, জুয়া, নারী নির্যাতন ও বাল্যবিয়েসহ যাবতীয় অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। এসময় চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মিয়াসহ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিসহ নানান শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply