1. admin@anusondhantv.com : admin :
শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন

রাণীশংকৈল উপজেলার সর্বস্তরের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর ডক্টর হুমায়ুন কবির

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাণীশংকৈল এর কৃতি সন্তান নিঃস্বার্থ মানবসেবায় উৎফুল্ল মানবতার ফেরিওয়ালা প্রফেসর ডক্টর হুমায়ুন কবির। যিনি সর্বদা রানীশংকৈল বাসীর উন্নয়নের কথা চিন্তা করেন। দক্ষিণ আফ্রিকা থেকে আমাদেরকে ঈদ উপলক্ষে একটি বার্তা জানিয়েছেন। ডক্টর হুমায়ুন কবির বলেন দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে ফিরে আসে ঈদুল ফিতরের সুন্দর মুহূর্ত। এই এক মাস সিয়াম সাধনায় আমরা যে সংযম ও ত্যাগের শিক্ষা লাভ করেছি তা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে । তিনি আরো বলেন ঈদুল ফিতর মানেই আনন্দ। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নিই। আসুন, ইসলামের চিরায়ত শিক্ষায় ধনী-গরিব ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নিয়ে যাই। ধর্মীয় বিধি-বিধান মেনে আমাদের যাকাত ও ফিতরা আদায় করি। সকল হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পরের পাশে দাঁড়াই। তিনি আরো বলেন, পবিত্র ঈদুল ফিতরের খুশির দিনে সকলের সাথে ভালোমন্দ, সুখ-দুঃখ সকলের বিভিন্ন রকম সমস্যা সমাধানের বিষয়ে সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। যে যার অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিয়োজিত থাকুন। অসাম্প্রদায়িক চেতনার আহ্বান জানিয়ে প্রফেসর ডক্টর হুমায়ুন কবির বলেন, আসুন ঐক্যবদ্ধ হয়ে একসাথে নিজ এলাকার উন্নয়নে কাজ করি। অন্যন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল হই। মানবিক সমাজ গঠনে সবাই এগিয়ে আসি। মহান আল্লাহ আপনাদের সকল স্বপ্ন পূরণ করুন । সবাই সুস্থ থাকুন । বন্ধু-বান্ধব-আত্মীয়-স্বজনসবাইকে নিয়ে ভাল থাকুন। সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে আপনাদের সকলের প্রতি ঈদ মোবারক। আমি প্রফেসর ডক্টর হুমায়ুন কবির বিশ্বের যেখানে থাকি না কেন সব সময় মনে করবেন আপনাদের পাশেই আছি আপনাদের সেবায় নিয়োজিত আছি তাই সকল দেশবাসীকে জানাই ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2020 TV2Channel
Theme By Bongshai IT