মাদারীপুরে দৈনিক মানবজমিন পত্রিকার শিবচর প্রতিনিধি হায়দার আলীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় সাংবাদিক হায়দার আলীর মা মনোয়ারা বেগম এবং ছোট ভাই হানিফ বেপারী আহত হয়। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাংবাদিক হায়দার আলীর পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী হাতেম মাদবরের ছেলে লাক্কু মাদবরের। সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক হায়দার আলীর বাড়িতে হামলা চালায় লাক্কু মাদবর ও তার অনুসারীরা। হামলায় কমপক্ষে ১০ থেকে ১২ জন সদস্যের একটি দল অংশ নেয়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরের ভেতর ঢুকে মহিলাসহ দুইজনকে পিটিয়ে আহত করে। পরে তাদের চিৎকার-চেঁচামেচিতে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত মনোয়ারা বেগম বলেন, আমাদের প্রতিবেশী লাক্কু মাদবরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা বিরোধ চলে আসছে। তারা মাঝেমধ্যে আমাদের জমি জোরপূর্বক দখল করতে নানা হুমকি দিয়ে আসছে। আজ হঠাৎ তারা দলবল নিয়ে অতর্কিতভাবে আমাদের বাড়িতে এসে হামলা করে। আমাকে আর আমার ছোট ছেলেকে পিটিয়ে জখম করে। আমরা আইনের কাছে এর বিচার চাই। এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুর শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply