নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ এর ছোট ভাই দেওয়ান মজিবুদৌল্লা জকি র দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মাইক্রোবাস, জীপ কার পিক-আপ উপ কমিটি সৈয়দপুর উপজেলা শাখার পরিবার, শুক্রবার (৭ এপ্রিল) সৈয়দপুর ঘুমটির সংলগ্ন ফল মার্কেটে, পিক-আপ স্টানে কার্যকরী সভাপতি মোঃ দুলাল হোসেনের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল করা হয়েছে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জীপ-কার, পিক-আপ উপ কমিটির সম্পাদক মোঃ আবদুল মালেক সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন! কার্যকরী সদস্য আজম আলী! এসময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা মাইক্রোবাস জীপ কার, পিক-আপ শাখার নেতৃবৃন্দ! বিকাল সারে ৫ টায় জকির সুস্থতার জন্য দোয়া মাহফিলে প্রায় ৫০০ জনের মতো উপস্থিত থেকে দোয়া করেন দোয়া শেষে সবাইকে ইফতারের খাবার বিতরণ করা হয়েছে! এসময় মাইক্রোবাস, জীপ-কার, পিক-আপ উপ কমিটির সম্পাদক মোঃ আবদুল মালেক সরকার জানান হয়। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রক্ত শুন্যেতা, লিভারের সমস্যা সহ জটিলতায় ভুগছেন জকি এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগেও আক্রান্ত তিনি। এই মুহূর্তে তিনি রংপুর মেডিকেল কলেজের লাইফ সাপোর্টে আছেন তার চিকিৎসা চলছে জানিয়ে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চান মোঃ আবদুল মালেক সরকার।
Leave a Reply