নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু যেভাবে বাংলাদেশ রাষ্ট্রকে গড়তে চেয়েছিলেন, আজ বঙ্গবন্ধু কন্যার হাত ধরে সেই অবস্থানে পৌঁছে গেছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত রূপকল্প-২০৪১ এ উন্নত দেশের তালিকায় নাম লেখাতে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমাদের বাংলাদেশ। অনেকেই এই অর্জনকে বাংলাদেশের উন্নয়ন যাত্রার এক মহান মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ভোলার চরফ্যাশনে সরকারি ট্যাফনাল ব্যারেট হাইস্কুল মাঠে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভাগ্যবান বাংলাদেশের মানুষ, জাতির পিতা বঙ্গবন্ধুর মতো একজন দেশপ্রেমিক নেতা পেয়েছিলাম। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে তার সোনার বাংলা গড়ার স্বপ্ন মুছে দিতে চেয়েছিল। তারই কন্যা শেখ হাসিনা উন্নত দেশ গড়ার স্বপ্ন নিয়ে বিগত ১৪ বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন করেছেন। তার দৃঢ়তার কারণে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।’ তিনি বলেন, ‘দেশে আজ হরতাল, ধর্মঘট ও অরাজকতা নেই। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে, এজন্য সরকারের করার কিছুই নেই। করোনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে।’ অনুষ্ঠানে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply