নিজস্ব প্রতিবেদক
চলতি মাস থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ লোককে ৩০ টাকা কেজি দরে চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খোলাবাজারে পণ্য বিক্রি কার্যক্রম (ওএমএস)-এর আওতায় নিম্নআয়ের মানুষ শিগগির এ সুবিধা পাবে। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে নওগাঁর পোরশা উপজেলার কপালির বাজারে চলমান খোলাবাজারে বিক্রয় কার্যক্রমে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলাবাজারে ওমএসএস কার্ডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়েছেন। শিগগির কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হবে।’ সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে অনির্ধারিত আলোচনায় টিসিবির মতো ওএমএস পণ্যও কার্ডের মাধ্যমে দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকের পর বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রধানমন্ত্রীর ওই নির্দেশসহ মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান। সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলমান ওএমএস কার্যক্রমে মাঝেমধ্যে ব্যবস্থাপনায় কিছু ঘাটতি সরকারের নজরে এসেছে। এজন্য প্রধানমন্ত্রী ব্যবস্থাপনার এ ঘাটতি উন্নতি করতে বলেছেন এবং টিসিবির পণ্যের মতো ওএমএসের পণ্যও কার্ডের মাধ্যমে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। কার্ড কীভাবে ও কাদের দেওয়া হবে, তা এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বসে ঠিক করা হবে। আর কার্ড না হওয়া পর্যন্ত, এখনকার মতোই ওএমএস কার্যক্রম চলবে বলেও জানান তিনি। এ বিষয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এক ব্যক্তি বারবার ওএমএসের চাল নেয়। সে আবার সেটা বিক্রি করে দেয়। আবার অনেকে পায় না। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবণতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএসের চাল কিনতে পারবে।’চালের বাজারদর কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে চালের অনেক মজুদ আছে, কোনো অভাব নেই। আমনের উৎপাদন ভালো হয়েছে। বোরো ফসলের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক ন্যায্যমূল্য পাবে না। কৃষককে ন্যায্যমূল্য দিতে হবে।’ আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তাদের (নিম্ন আয়ের মানুষ) জন্য ওএমএসে ৩০ টাকায় চাল দেওয়া হচ্ছে। আবার মার্চেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লাখ পরিবার প্রতি মাসে একবার করে ৩০ কেজি চাল পাবে।’
Leave a Reply