1. admin@anusondhantv.com : admin :
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৯ পূর্বাহ্ন

৪০ মিনিট ব্যানার ধরে দাঁড়িয়ে থাকলেন দুই শিক্ষার্থী, সমালোচনার ঝড়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪১৮ Time View

নিজস্ব প্রতিবেদক: 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আউটডোর গেমস উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের পেছনে থাকা ব্যানার দুই শিক্ষার্থীকে দিয়ে ধরিয়ে রাখায় সমালোচনার ঝড় বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ওই অনুষ্ঠানে ৪০ মিনিট ধরে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন দুই শিক্ষার্থী। জানা গেছে, ওই শিক্ষার্থী হলেন, ম্যানেজমেন্ট বিভাগের দশম ব্যাচের (২০২০-২১) অলিউল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবম ব্যাচ এর (২০১৯-২০) মিজানুর রহমান। ‍রবিবার সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু হলের ব্যাডমিন্টন মাঠে গেমসের উদ্বোধন অনুষ্ঠানে ‍এ ঘটনা ঘটে। উদ্বোধন‍ করেন উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন। এ সময় মাঠের সামনে চেয়ার টেবিল দিয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ হলের আবাসিক শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওইদিন সন্ধ্যা ৭টা থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত অতিথিদের পেছনের অনুষ্ঠানের ব্যানার হাতে ধরে দাঁড়িয়ে ছিলেন ওই দুই শিক্ষার্থী। এর মধ্যে বিষয়টি নিয়ে ববি’র বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিয়েছেন। শিক্ষার্থী আশিকুল ইসলাম লিখেছেন, ‘রডের বিকল্প বাঁশ, বাঁশের বিকল্প স্টুডেন্ট। বাঁশ খাওয়া স্টুডেন্টরা এখন নিজেরাই এক একটা বাঁশের ভূমিকায় দাঁড়িয়ে আছে। সততার কি অপূর্ব দৃষ্টান্ত! বাজেট হলেই সেখান দুর্নীতি হয়, তাই স্যার হয়তো বাজেটই দেয় নাই ব্যানার টানানোর।’ ক্ষুব্ধ হয়ে আরেক শিক্ষার্থী আনোয়ার মন্তব্য করেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারের প্রোগ্রামের এ অবস্থা। বিষয়টি দুঃখজনক নয়, বরং বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য এটা লজ্জার! আমার মনে হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামের ব্যাপারে আয়োজকদের মোটেই ধারণা নেই।’ একইভাবে আরও অনেক শিক্ষার্থী নানান মন্তব্য লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার করেছেন। এ ব্যাপারে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক আবু সালেম বলেন, ‘আমি সঞ্চালনার দায়িত্বে ছিলাম। বিষয়টি আমার খেয়ালে আসেনি।’ শিক্ষার্থীদের দিয়ে ব্যানার ধরার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে ববি’র ট্রেজারার ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘বিষয়টি মোটেও সমীচীন হয়নি। শিক্ষার্থীদের এমন প্রতিবাদী মূল্যবোধকে আমি সম্মান জানাই।’ পরবর্তী সময়ে যেন এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে হল প্রোভোস্টদের সাথে কথা বলবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2020 TV2Channel
Theme By Bongshai IT